ডিএসই থেকে কমেছে রাজস্ব আদায়


প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৫ অক্টোবর ২০১৫

এক মাসের ব্যবধানে চলতি বছরের সেপ্টেম্বরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রাজস্ব আদায় কমেছে ১ কোটি ৮০ লাখ ৫১ হাজার ৯৭ টাকা বা ১২ দশমিক ২০ শতাংশ। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নানা কারণে সেপ্টেম্বরে দেশের পুঁজিবাজারের অবস্থা খুব ভালো ছিলো না। যার কারণে স্বাভাবিক লেনদেন কমেছে। ফলে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছে ১২ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ৫৮৫ টাকা। যা আগস্টের তুলনায় ১ কোটি ৮০ লাখ ৫১ হাজার ৯৭ টাকা কম। আগস্টে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছিল ১৪ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৬৮২ টাকা।

জানা গেছে, শেয়ারবাজারের আদায়কৃত যে রাজস্ব ডিএসই সরকারের কাছে জমা দেয় তা দুই খাত থেকে সংগ্রহ করা হয়। এর মধ্যে একটি ডিএসইর সদস্য বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে অন্যটি উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি থেকে সংগৃহীত।

ডিএসইর সদস্য বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে আগস্টের তুলনায় সেপ্টেম্বরের আদায় কমলেও বেড়েছে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের কাছ থেকে।

সেপ্টেম্বরে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ডিএসই ৮ কোটি ৩৭ লাখ ১ হাজার ৮৩৫ টাকা রাজস্ব আদায় হয়েছে। যা আগস্টের তুলনায় ৪ কোটি ৫৬ লাখ ৫২ হাজার ১৬৭ টাকা বেশি। আগস্টের রাজস্ব আদায় হয়েছিল ১২ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ২ টাকা।

উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে সেপ্টেম্বরে রাজস্ব আদায় হয়েছে ৪ কোটি ৬১ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা। যা আগস্টের তুলনায় ২ কোটি  ৭৬ লাখ ১ হাজার ৭০ টাকা বেশি।  আগস্টে ডিএসই উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় করেছিল ১ কোটি ৮৫ লাখ ৯৬ হাজার ৬৮০ টাকা।

এসআই/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।