প্রস্তুত সংবর্ধনা মঞ্চ


প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৫ অক্টোবর ২০১৫

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়ার মঞ্চ প্রস্তুত। সেই সঙ্গে অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। একটু পরেই সংবর্ধনা অনুষ্ঠানের মূল আলোচনা পর্ব শুরু হবে।

জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পদকে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।

সোমবার বিকাল ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য এবং দলের প্রবীণ নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য গত মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেয় জাতীয় নাগরিক কমিটি। ওই সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দেশরত্ন’ উপাধিতে ভূষিত করা হয়।

এএসএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।