এক জেলা এক পণ্য তত্ত্ব প্রতিষ্ঠা জরুরি : এনবিআর


প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৪

দেশের আবহাওয়া ও জলবায়ুর ভিন্নতার কথা বিবেচনা করে প্রত্যেক জেলায় একটি পণ্যকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এক জেলা এক পণ্য’ তত্ত্ব প্রতিষ্ঠা করে সেই পণ্য উৎপাদনে সবচেয়ে বেশি গুরুত্ব দিলে দেশের অর্থনীতি দ্রুত সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে বলে অভিমত ব্যক্ত করেছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বর্ষব্যাপী রজতজয়ন্তী উদযাপন ও উন্নয়ন মেলা ২০১৪-এ ‘স্বশিক্ষিত বিজ্ঞানীদের অসামান্য উদ্ভাবন’ শীর্ষক সেমিনারে তিনি এ  অভিমত দেন।
 
তিনি বলেন, চীন ও ভারতসহ উপমহাদেশের বেশ কয়েকটি দেশ গ্রামীণ অর্থনীতির ওপর ভর করেই এগিয়েছে। আমাদের দেশের অর্থনীতিকেও এগিয়ে নিতে গ্রামীণ জনগোষ্ঠীকে উৎপাদনের সঙ্গে যুক্ত করার বিকল্প নেই। গ্রামের মানুষকে তাদের সম্পদ অনুযায়ী প্রশিক্ষণ দিতে পারলে তারা সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবে।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, পণ্য রপ্তানি আরো বৃদ্ধি করতে এক জেলা এক পণ্য তত্ত্ব প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে আবহাওয়া ও জলবায়ুর ভিন্নতার কারণে সব জায়গায় সব ধরনের পণ্য উৎপাদন হয় না। তাই একেক জেলায় একেক পণ্যকে অগ্রাধিকার দিলে উৎপাদন অনেক বাড়বে। এতে দেশের বিশাল শ্রমশক্তিকে এনজিও ও সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থায়নসহ নানা সুবিধা দিলে সারাবিশ্বে বাংলাদেশি পণ্য রপ্তানি অনেক বেশি বাড়ানো সম্ভব।
 
সেমিনারে মূল গবেষণাপত্র পাঠ করেন জনবিজ্ঞান ফাউন্ডেশনের সমন্বয়কারী আইয়ুব হোসেন।

পিকেএসএফের পরিচালনা পর্ষদের সদস্য ড. এম এ কাশেমের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে পিকেএসএফের সভাপতি ড. খলিকুজ্জমান, সাধারণ সম্পাদক ড. আব্দুল করিম উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।