সারওয়ার আলীকে হত্যাচেষ্টা : মূল পরিকল্পনাকারী নাজমুল আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০১ এএম, ২৩ জানুয়ারি ২০২০
ডা. সারওয়ার আলী। ফাইল ছবি।

মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীর বাড়ির ভেতরে প্রবেশ করে তাকে হত্যাচেষ্টার ঘটনায় মূল পরিকল্পিতকারী সাবেক ড্রাইভার নাজমুলকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) একটি বিশেষ দল তাকে গাজীপুর আটক করে। একই ঘটনায় আরও তিনজনকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে।

পিবিআই ঢাকা মেট্রো উত্তরের রেজাউল মাসুদ রেজা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাত ১০টা ২০ মিনিটের দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে হত্যার উদ্দেশ্যে দুই দুষ্কৃতিকারী তার উত্তরার বাসায় ঢুকে পড়ে। সারওয়ার আলীকে তারা আঘাত করতে না পারলেও এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মাখদুমা নার্গিস, তাদের মেয়ে সায়মা আলী ও জামাতা হুমায়ুন কবির ও দুই প্রতিবেশী।

হত্যাচেষ্টার ঘটনায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ৬ জানুয়ারি সন্ধ্যায় মামলা করেন সারওয়ার আলী।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।