না. গঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৮:০৬ এএম, ০৫ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী শহীদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, বন্দরের সোনাকান্দা এলাকার নূরী মিয়ার দুই ছেলে কালু মিয়া (৪৮) ও আজমান (২৬), মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আবুল কাশেম (৫০) ও তার ছেলে সুজন (২৪)। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুজনকে একই সঙ্গে অপর একটি ধারায় আরো তিন বছর সশ্রম কারাদণ্ড সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় সুজন আদালতে উপস্থিত ও অপর তিনজন পলাতক ছিলেন।

এপিপি এম এ রহিম জাগো নিউজকে জানান, ২০১২ সালের ১৬ জুন বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে লুৎফর রহমানের ছেলে উজ্জ্বলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় লুৎফর রহমান বাদী হয়ে বন্দর থানায় ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
শাহাদাত হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।