আজকের সাধারণ জ্ঞান : ০৫ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০৫ অক্টোবর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : মুজিনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর : এম মনসুর আলী।

২. প্রশ্ন : মুজিনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ।

৩. প্রশ্ন : মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : শেখ মুজিবুর রহমান।

৪. প্রশ্ন : মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।

৫. প্রশ্ন : মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন কে?  
উত্তর : অধ্যাপক ইউসুফ আলী।

৬. প্রশ্ন : মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অব অনার কে প্রদান করেন?
উত্তর : মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম।

৭. প্রশ্ন : জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন?
উত্তর : ১৮ এপ্রিল ১৯৭১।

৮. প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর : ক্যাপ্টেন এ কে খন্দকার।

৯. প্রশ্ন : প্রথম কোন বাংলাদেশি কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
উত্তর : এম হোসেন আলী।

১০. প্রশ্ন : সাইমন ড্রিং কে ছিলেন?
উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতা বহির্বিশ্বে প্রকাশ করেন।

উত্তর : মুক্তিযুদ্ধের সময় কবে কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উঃ ১৮ এপ্রিল, কলকাতায়।

১১. প্রশ্ন : মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর : ১১ টি।

১২. প্রশ্ন : কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
উত্তর : ১০ নং সেক্টরে।

১৩. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
উত্তর : ৭ জন।

১৪. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন?
উত্তর : ৬৮ জন।

১৫. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন?
উত্তর : ১৭৫জন।

১৬. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
উত্তর : ৪২৬ জন।

১৭. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন?
উত্তর : ৬৭৬ জন।  

১৮. প্রশ্ন : পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পণ করেন?
উত্তর : জেনারেল এ কে নিয়াজী।  

১৯. প্রশ্ন : আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
উত্তর : বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।

২০. প্রশ্ন : ২৬ মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় কখন?
উত্তর : ১৯৮০ সালে।

# আজকের সাধারণ জ্ঞান : ০৪ অক্টোবর ২০১৫

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।