নিজামীর রায় : বিচারপতির বাড়িতে পুলিশ মোতায়েন


প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৮ অক্টোবর ২০১৪

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা সামনে রেখে ট্রাইব্যুনাল-১ এর বিচারক বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সেলিমের গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামে বিচারপতির বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, কাদের মোল্লার রায় কার্যকরের পর বিচারপতির বাড়িতে হামলা হওয়ায় সতর্কতা হিসেবে এবার তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
এ ছাড়া নিজামীর রায় কেন্দ্র করে জামায়াত-শিবিরের নাশকতার আশঙ্কায় সেনবাগ উপজেলার বিভিন্ন স্থানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
 
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর রাত ১টার দিকে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের গ্রামের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।