১৭ মার্চ থেকে ম্যানুয়াল নামজারি আর নয় : ভূমিমন্ত্রী
আগামী ১৭ মার্চ থেকে নামজারির জন্য কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। যেসব ভূমি অফিসে এখনও বিদ্যুৎ সুবিধা অপ্রতুল সেসব অফিসে সৌর বিদ্যুৎ সিস্টেম স্থাপন করে ই-নামজারি চালু করা হবে।
রোববার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় সভাপতিত্ব করতে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ ঘোষণা দেন। এ সময় ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান উপস্থিত ছিলেন।
সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বছরই ভূমি অফিসে নামজারির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটালাইজড করার প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।
এছাড়া, অতি জরুরিভিত্তিতে কারও নামজারির প্রয়োজন হলে বিশেষ ফি-এর বিনিময়ে নামজারি সেবা প্রদান করা যায় কি-না, বিভাগীয় কমিশনারদের সে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন ভূমিমন্ত্রী।
বিভাগীয় কমিশনার সমন্বয় সভার আগে একই স্থানে অনুষ্ঠিত হয় মাঠপর্যায়ে সহকারী কমিশনারদের (ভূমি) অনুকূলে ডাবল কেবিন পিকআপ হস্তান্তর অনুষ্ঠান।
রোববার ভূমি মন্ত্রণালয়ের অধীন সহকারী কমিশনার (ভূমি)/রাজস্ব সার্কেলের (এসিল্যান্ড) অনুকূলে ৫৫টি ডাবল কেবিন পিকআপ হস্তান্তরের মধ্য দিয়ে বর্তমানে দেশে কর্মকাণ্ড পরিচালিত সবগুলো (৪৯৪) উপজেলা ভূমি অফিসে/রাজস্ব সার্কেলে দাপ্তরিক গাড়ি বরাদ্দ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ইতোমধ্যে নতুনভাবে আরও ১৭টি এসিল্যান্ডের পদ সৃজন করা হয়েছে। এসব অফিসের গাড়ি টিওএন্ডইভুক্ত (সাংগঠনিক কাঠামো ও অফিস সরঞ্জাম তালিকা) হওয়ার পর ওইসব ভূমি অফিসে/রাজস্ব সার্কেলে গাড়ি বরাদ্দ দেয়া হবে।
উপস্থিত সহকারী কমিশনারদের (ভূমি, এসি ল্যান্ড) উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কেবিন-পিকআপ দেয়ার মূল উদ্দেশ্য হলো, আপনাদের অধীন এলাকার ভূমি অফিসগুলো ঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন এবং প্রয়োজনে আকস্মিক পরিদর্শন করতে পারেন। এছাড়া সরকারি অন্যান্য দায়িত্ব সঠিকভাবে পালন করে মাঠপর্যায়ে একটি গুণগত পরিবর্তন আনতে পারেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, উপসচিব মোছাম্মাৎ মমতাজ বেগম, কেবিন-পিকআপ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রতিনিধিরা।
এমইউএইচ/এমএআর/এমকেএইচ