বাণী-বচন : ০৫ অক্টোবর ২০১৫


প্রকাশিত: ০২:১০ এএম, ০৫ অক্টোবর ২০১৫

লজ্জা
যে অন্নহীন, তাহার আবার লজ্জা কি?- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

যার লজ্জা নেই, তার বিবেকও নেই। – টমাস ফুলার

ক্ষতিগ্রস্তদের লজ্জা থাকে না। – স্পেনসার

জীবনে একটি মাত্র লজ্জাই আছে, সে হচ্ছে অসুস্থ হওয়া। – হিটলার

তরুণদের কাছে লজ্জা হল অলঙ্কারস্বরূপ, বৃদ্ধদের কাছে অপমানস্বরূপ। – এরিস্টটল

বচন
চেয়ে চেয়ে চোখের ক্ষয়
পর ভরসা কিছুই নয়।
অর্থ : পরের ভরসা করা নিরর্থক এ কথা বোঝাতে বলা হয়।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।