মোটরসাইকেলে একজনের বেশি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
মোটরসাইকেলে একজনের বেশি দুইজন উঠতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, দুইজন বা তিনজন মোটরসাইকেলে উঠলেই তারা তল্লাশির মুখে পরবেন।পুলিশকে সেরকম দির্দেশনাই দেয়া হয়েছে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদেশি হত্যাকাণ্ডে আইএসের দায়িত্ব স্বীকারের কথা উঠেছে। আমি বলবো, এসব হত্যাকাণ্ডে আইএসের জড়িত থাকার প্রশ্নই আসে না। আমি বারবার বলেছি, আবারও জোর দিয়ে বলছি, বাংলাদেশে আইএসের কোনো সংগঠন নেই।
তিনি আরো বলেন, যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, তারা বাংলাদেশে আসা-যাওয়ার মধ্যে এ ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশে আমরা কোনো জঙ্গি সংগঠনকে মাথাচাড়া দিয়ে উঠতে দেইনি।
উল্লেখ্য, ঢাকা ও রংপুরে এক সপ্তাহের ব্যবধানে মোটরসাইকেল আরোহীরা দুই বিদেশি নাগরিককে হত্যার পর সারাদেশে কঠোরভাবে মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে।
জেডএইচ/আরআইপি