মার্কিন কংগ্রেসে পাকিস্তানের নিন্দা


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

পাকিস্তানের সিন্ধু প্রদেশের মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হচ্ছে জানিয়ে এ ঘটনার নিন্দা জানিয়েছে মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস। রোববার কংগ্রেসের সদস্য পাক সিন্ধু লবির অন্যতম মুখপাত্র সানচেজ বলেন, পাকিস্তানের সিন্ধু প্রদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।

লোরেটা সানচেজ বলেন, ওই অঞ্চলের বাসিন্দারা তাদের জোর করে ধর্মান্তরকরণ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। সিন্ধু প্রদেশের বর্তমান অবস্থা নিয়ে সরব হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন প্রশাসনকে ওই অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে কথা বলারও অনুরোধ জানান সানচেজ।

সানচেজের কথায় সিন্ধু প্রদেশের হাফিজ সৈয়দ এবং জামাত-উল-দাওয়ার নামও উঠে এসেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বাসিন্দাদের উপর পাক সেনাবাহিনীর অত্যাচারের ভিডিও প্রকাশ হয় ভারতীয় সংবাদমাধ্যমে। এরপরেই নড়েচড়ে বসে ভারত। পাল্টা মাঠে নামেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।