জুবায়েরের ঘূর্ণিতে চট্টগ্রামের লিড


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৪ অক্টোবর ২০১৫

জাতীয় ক্রিকেট লিগে জুবায়ের হোসেনের ঘূর্ণিতে রাজশাহী বিভাগের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড পেয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় দিন শেষে ৭৫ রানে এগিয়ে আছে নাফিসের দল।

আগের দিনের মুমিনুল এবং ইয়াসিরের নার্ভাস নাইনটি এবং ইরফান শুকুরের দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে এদিন সাইফুদ্দিনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৮৩ রান করে চট্টগ্রাম। রাজশাহী বিভাগ তাদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের আশা জাগিয়েও জুবায়েরের ঘূর্ণিতে ৩০৮ রানে অলআউট হয়ে যায়।

রোববার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগের দিনের ৮ উইকেট হারিয়ে ৩৪৫ রান নিয়ে খেলতে নেমে আরও ৩৮ রান যোগ করে ৩৮৩ রানে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। ৪৫ রান নিয়ে ব্যাট করা সাইফুদ্দিন শেষ পর্যন্ত ৭১ রানে অপরাজিত থাকেন। ইরফান শুক্কুর দলের পক্ষে সর্বোচ্চ ১০২ রান করেন। এছাড়া মুমিনুল ৯০ এবং ইয়াসির ৯১ রান করেন।

রাজশাহীর পক্ষে শাফাক আল যাবির ৫৩ রানে ৩টি উইকেট নিয়েছেন। মুক্তার আলীও ৭৫ রানে ৩টি উইকেট পান। এছাড়া তাইজুল ইসলাম নেন ২টি উইকেট।

রাজশাহী ব্যাটিংয়ে নেমে শুরুটা করে দুর্দান্ত। দুই ওপেনার জুনায়েদ সিদ্দিক এবং নাজমুল হোসেন শান্ত দারুণ ব্যাটিং করতে থাকেন। ওপেনিং জুটিতে ১৪৪ রান করার পর ইয়াসির আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জুনায়েদ। এর কিছুক্ষণ পর শান্তও বিদায় নেন। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৮০ বলে ১০টি চার এবং ২টি ছক্কায় ৮১ রান করেন জুনায়েদ। শান্ত ৮৪ বলে ১০টি চারের সাহায্যে ৬১ রান করেন।

এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর ফরহাদ হোসেন ছাড়া আর কেউ উইকেটে থিতু হতে না পারায় ৩০৮ রানেই শেষ হয় রাজশাহীর ইনিংস। ১২৭ বলে ১১টি চারের সাহায্যে ৬৯ রান করেন ফরহাদ। এছাড়া তনময় ঘোষ ৩৪ এবং শেষ দিকে তাইজুল ইসলাম ২৫ রান করেন।

চট্টগ্রামের পক্ষে জুবায়ের হোসেন ১০৪ রানে ৪টি উইকেট নেন। এছাড়া নাবিল সামাদ পান ৩টি উইকেট।

আরটি/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।