গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭২


প্রকাশিত: ০৬:০৮ এএম, ১০ জুলাই ২০১৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় দুই দিনে কমপক্ষে ৭২ জন নিহত হয়েছেন। নিহতদের অনেকেই শিশু। চলতি সপ্তাহে ফিলিস্তিনের ভূখণ্ড লক্ষ্য করে ইসরায়েল রকেট হামলা চালাতে শুরু করলে কমপক্ষে ৫৫০ জন আহত হন বলেও জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজা, বেইত হানউন ও খান ইউনুসসহ ফিলিস্তিনের কমপক্ষে ৫৫০টি স্থানে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার ৭ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন শিশুও রয়েছে। তিন দিন ধরে শুরু হওয়া সহিংসতার কোনো একক হামলায় নিহতের সংখ্যা এটাই সর্বোচ্চ বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

খান ইউনুসের কাছে ঘন জনবসতিপূর্ণ এলাকার দুটি বাড়ির উপর ইসরায়েলি বিমান বোমা হামলা চালানোর সময় বাড়ির বাসিন্দারা ঘুমিয়ে ছিল বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সোমবার থেকে গাজাভিত্তিক ইসলামী সংগঠন হামাস ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক রকেট নিক্ষেপ করেছে বলে অভিযোগ ইসরায়েলি কর্তৃপক্ষের।

এদিকে, ইসরায়েলের মন্ত্রিপরিষদ গাজা সীমান্তে অতিরিক্ত ৪০ হাজার সেনা মোতায়েনের অনুমোদন দেওয়ার পর ওই এলাকায় নজরদারি অব্যাহত রেখেছে ইসরায়েলি ট্যাংক।

ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ স্থল হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন গাজার বাসিন্দারা।ইসরায়েলের চালানো হামলায় আহতদের চিকিৎসা দেওয়া নিয়ে উদ্বিগ্ন বলে বুধবার গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার শিকার ফিলিস্তিনিদের নিরাপদ স্থানে সরে যাওয়া ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে রাফাহ সীমান্ত এলাকা খুলে দিয়েছে মিসর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।