আবারো মেক্সিকোতে গণকবরের সন্ধান


প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৮ অক্টোবর ২০১৪

মেক্সিকোতে আরেকটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটি থেকে গতমাসে অপহৃত ৪৩ ছাত্রের খোঁজে চালানো অনুসন্ধানের সময় দ্বিতীয় এ গণকবরের খোঁজ পাওয়া যায়। গণকবরটি খুঁড়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে গণকবরটি ওই নিখোঁজ ছাত্রদের কি না তা নিশ্চিত নয়।

অ্যাটর্নি জেনারেল জেসাস মুরিলো কারাম জানান, অপহৃত ছাত্রদের সন্ধানে এর আগে মাদকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। সোমবার তাদের দেশটির গুয়েরেরো রাজ্যে নিয়ে গেলে ওই গণকবরের সন্ধান দেন। এটি খুঁড়ে দেখা হচ্ছে।

নতুন ওই গণকবরটির অবস্থান রাজ্যের কোকুলা শহরে। নিখোঁজ ছাত্রদের সর্বশেষ দেখা গিয়েছিল সেই স্থানটি থেকে ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এ গণকবরটি।

চলতি মাসের শুরুতে দেশটিতে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু কবর থেকে তোলা লাশগুলো ওই নিখোঁজ ছাত্রদের ছিল না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।