হামীমের কারখানা খুলতে শ্রমিকদের আল্টিমেটাম


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৮ অক্টোবর ২০১৪

হামীম স্পোর্টস ওয়্যার লিমিটেডের বন্ধ কারখানা আগামী ২ দিনের মধ্যে খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে এই সংগঠনটি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে  এ আল্টিমেটাম দেয় হামীম স্পোর্টস ওয়্যার লিমিটেডের শ্রমিকরা।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও শ্রমিক নেতা আমরিুল হক আমিন বলেন, শ্রমিকদের কথা বিবেচনা না করে বে-আইনিভাবে হামীম স্পোর্টস ওয়্যারের কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এতে ৪ শত শ্রমিক বেকার হয়েছে।

তিনি আরও বলেন, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হলেও মালিকের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আগামী ২ দিনের মধ্যে কারখানা খুলে না দিলে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবো।

বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেছেন লন্ডন অ্যাসেম্বেলি লেবার গ্রুপের সদস্য মুরাদ কুরায়েশি। তিনি বলেন, বিগত সময়ে রানা প্লাজার ট্র্যাজেডির সময়ে লন্ডন প্রবাসিরা যেমন পাশে ছিলো তেমনি শ্রমিকদের এই আন্দোলনেও আমরা পাশে আছি।

বাংলাদেশ ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য ও শ্রমিক নেতা কামরুল আহসান বলেন, শ্রমিকদের জন্য শ্রম মন্ত্রণালয়। কিন্তু শ্রমমন্ত্রী শ্রমিকদের হয়ে কাজ না করে মালিকদের পক্ষে কাজ করছে। গার্মেন্ট মালিকরা শ্রমিকদের ওপর জুলুম করে টাকার পাহাড় গড়ছে। কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করছে না।

সমাবেশ শেষে লাল পতাকা নিয়ে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এরপর ফেডারেশনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীনের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল শ্রম মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।