শিশুবান্ধব রাষ্ট্র গড়তে হবে
সম্প্রতিকালে দেশব্যাপি ঘটে যাওয়া শিশু নির্যাতনের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে দেশের উন্নয়ন ও শিশুবান্ধব রাষ্ট্র গঠনের স্বার্থে কাজ করে যাওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ)। এ ছাড়া শিশু শ্রম বন্ধ করে প্রতিবন্ধী শিশুদের অধিকার ও সুরক্ষার দাবিও জানায় সংগঠনটি।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের আয়েজনে এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপি শিশু নির্যাতনের হার বেড়ে গেছে যা জাতীর জন্য উদ্বেগজনক। শিশু নির্যাতনকারীদের আইনের আওতায় এনে বিচার করা এবং দেশব্যাপি শিশুদের সুরক্ষার জন্য জনসাধারণের প্রতি সচেতনতা তৈরি করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সহ-সভাপতি সেলিনা খালেক, এম আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুল করিম প্রমুখ।
আএসএস/জেডএইচ/আরআইপি