ব্রাজিল দলে ডাক পেলেন আলভেস


প্রকাশিত: ১০:১৬ এএম, ০৪ অক্টোবর ২০১৫

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে চিলি ও ভেনিজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছেন দানি আলভেস। ইনজুরি আক্রান্ত মোনাকো রাইট-ব্যাক ফাবিনহোর স্থানে ৩২ বছর বয়সী আলভেসকে দলে ডেকেছেন কোচ দুঙ্গা। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগায় ২-১ গোলে পরাজয়ের ম্যাচে বার্সেলোনার হয়ে বদলী খেলোয়াড় হিসেবে ৬০ মিনিটে মাঠে নামেন আলভেস। দুই সপ্তাহ আগে বায়ার্ন মিউনিখের রাইট ব্যাক রাফিনহা জাতীয় দল থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় আলভেসের দলভুক্তি অনেকটা নিশ্চিত ছিল। জার্মানীতে স্থায়ীভাবে বসবাসের তাগিদে ৩০ বছর বয়সী রাফিনহা ব্রাজিলের হয়ে খেলতে অস্বীকৃতি জানান।

আগামী বৃহস্পতিবার সানতিয়াগোতে ব্রাজিল চিলির মুখোমুখি হবে। পাঁচদিন পরে ফোরতালেজায় ভেনিজুয়েলাকে আতিথ্য দিবে সেলেসাওরা।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।