প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যাচ্ছে শিক্ষার্থীরা
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার জন্য রওনা দিয়েছেন। রোববার দুপুর দুইটা ৩৫ মিনিটের দিকে পুলিশের গাড়িতে করে সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার জন্য গেছে।
এর অাগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা করলে পুলিশ শাহবাগে তাদের বাধা দেয়। পরে পুলিশের বাধা পেয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন। ফলে বর্তমানে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবেন মোট ৭ জন। এর মধ্যে শিক্ষার্থী ৫ জন এবং অভিভাবক ২ জন। পাঁচ শিক্ষার্থী হলেন, আবু সায়েম, মোহাইমেনুল লিয়ন, আশেক বিন ত্মাকী, শাজনীন আক্তার পিংকী ও সাদিয়া আক্তার মাইছুন। দুই অভিভাবক হলেন, ড. বোরহান উদ্দীন ও অধ্যক্ষ আশফাক কামাল।
এমইউ/এসআইএস/এমএস