‘ডিবি’ পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, ৯৯৯ ফোন দিয়ে রক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১২ জানুয়ারি ২০২০

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকায় ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই চেষ্টাকালে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে বিআইডব্লিউটিএ ভবনের পেছনে সাম্পান ঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক ভুয়া ডিবি পুলিশের নাম বোরহান উদ্দিন রব্বানী ওরফে ইমন (২২)। সে কক্সবাজার সদর উপজেলার উত্তর গুমাতলি গ্রামের মনির আহম্মেদের ছেলে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, মো. মঞ্জুর (১৮) নামে এক বাবুর্চি রাতে বাড়ি ফিরছিল। রাত সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিএ ভবনের পেছনে সাম্পান ঘাটে পৌঁছলে প্রতারক বোরহান উদ্দিন রব্বানী নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় সে জোর করে মঞ্জুর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় আশপাশে থাকা লোকদের কেউ একজন বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে জানায়। খবর পেয়ে ওই এলাকায় ডিউটিরত এএসআই মো. সাদেক হোসেন তাকে আটক করেন।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।