বঙ্গবন্ধু উজ্জ্বল ভাস্বর : গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১২ জানুয়ারি ২০২০

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু হাজার বছরের নন, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বাঙালিত্ব ও বাঙালির স্বকীয়তা যতদিন থাকবে, ততদিন বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু উজ্জ্বল ভাস্বর হয়ে থাকবেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে রোববার দুপুরে আইন, বিচার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর সময় এ কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ‘মুজিব বর্ষ’ পালনের বছরে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে জাতির জনকের ছবি টাঙানো অবশ্যই গর্ব করার মতো একটি কাজ। তাই এ কাজের জন্য ল’ রিপোর্টার্স ফোরামের সবাইকে ধন্যবাদ জানাই।

গণপূর্তমন্ত্রী বলেন, গোটা জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায় বাঙালি জাতির ইতিহাসে একজন মহামানবকে পাওয়া। সেই মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের নয়, সর্বকালের বাঙালি জাতির ইতিহাসে যতটুকু খোঁজ পাওয়া যায়, তার মতো মহামানবের জন্ম আর হয়নি। সেজন্য আমরা তাকে বলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সন্তান। কেউ কেউ ভুল করে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। তখন আমরা প্রশ্ন তুলি, তাহলে এক হাজার বছরের আগে আরও কেউ ছিল কিনা? এটা চূড়ান্তভাবে সিদ্ধান্তিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

mujib1

নিজের দল প্রসঙ্গে রেজাউল করিম বলেন, আমরা এটা বলছিনা যে, আওয়ামী লীগ সরকার সব ভালো কাজ করছে, আমরা সব ঠিক করে ফেলেছি। এ কথা একবারও বলি না। কিন্তু একটা কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী যে অদম্য ইচ্ছা ও সাহস দেখিয়েছেন, এটা বিশ্বের ইতিহাসে বিস্ময়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে বলে আশা করি। যে প্রার্থীই নির্বাচিত হবেন তাকেই আমরা প্রতিনিধি হিসেবে মেনে নেব। তবে আমাদের বিশ্বাস, আমরা দুজন প্রার্থী দিয়েছি, তাদের দুজনের অভীষ্ট কর্মসূচি ঢাকা মহানগরীকে তিলোত্তমা, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, যানজটমুক্ত মহানগর গড়ে তুলবে।

বঙ্গবন্ধুর ছবি টাঙানোর এই আনুষ্ঠানিকতায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন, সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু ও ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, সাবেক সম্পাদক মাশহুদুল হক, দিদারুল আলম দিদার, আজিজুল ইসলাম পান্নু, হাসান জাবেদ, সহ-সভাপতি হিরা তালুকদার, যুগ্ম সম্পাদক মতলু মল্লিক, সিনিয়র সদস্য মিজান মালিকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

এফএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।