দুই বিদেশির খুনিদেরও বিচার হবে : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ০৪ অক্টোবর ২০১৫

দেশের মাটিতে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতিসংঘের সফর পরবর্তী আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী। রোববার বেলা সাড়ে ১১টার পর এ সংবাদ সম্মেলন শুরু হয়।

দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে দুই বিদেশি নাগরিক খুন হওয়ার ঘটনায় সরকারের সব অর্জন ব্যর্থ হবে না। অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে না আসারও নিন্দা জানান তিনি।

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা ও সামুদ্রিক সম্পদ ব্যবহারের দিক দিয়ে সফলতা অর্জন করেছি। গ্রামীণ অর্থনীতি ও শহর অর্থনীতির সমতাও আমরা অনেকখানি নিশ্চিত করতে পেরেছি। জাতিসংঘের অধিবেশনে এসব ভূমিকার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছে বাংলাদেশ।   

জাতিসংঘ এবং বিশ্ব নেতারা জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিস্তার পানি বণ্টন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী।
এরই মধ্যে গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে ইতালীয় এনজিওকর্মী চেজারে তাভেল্লাকে গুলি করে হত্যা করা হয়। আর শনিবার সকালে রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।

মধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রপন্থি দল আইএস দুটি হত্যাকাণ্ডেরই দায় স্বীকার করেছে বলে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’-এর খবরে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে এ সময় মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

# নভেম্বরে নেদারল্যান্ডস সফরে যাবেন প্রধানমন্ত্রী

এসএইচএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।