আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি


প্রকাশিত: ০৬:২২ এএম, ০৪ অক্টোবর ২০১৫

`তথ্য চাইলে জনগণ, দিতে বাধ্য প্রশাসন` এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন কালেক্টরেট চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এসে শেষ হয়।

সেখানে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.  আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্র নাথ রায়, আরডিএস বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার জিয়াউল ইসলাম।

সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে আইনের বিভিন্ন ধারা ও উপধারা প্রদর্শন করা হয়।

রবিউল এহ্সান রিপন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।