সাউথ্যাম্পটনের বিপক্ষে চেলসির হার


প্রকাশিত: ০৫:৪১ এএম, ০৪ অক্টোবর ২০১৫

চ্যাম্পিয়ান্স লিগের পর এবার প্রিমিয়ার লিগেও হারের স্বাদ পেলো চেলসি। শনিবার রাতে নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে সাউথ্যাম্পটনের বিপক্ষে এগিয়ে থেকেও ৩-১ ব্যবধানের পরাজয় মেনে নিতে হয়েছে মরিনিয়োর দলকে।

স্টামফোর্ড ব্রিজে খেলার ১০ মিনিটের মাথায় শিরোপাধারী চেলসিকে এগিয়ে নিয়েছেন ব্রাজিলের মিডফিল্ডার উইলিয়ান। তবে ম্যাচের ৪৪তম মিনিটে নর্দান আয়ারল্যান্ডের মিডফিল্ডার ডেভিসের দারুণ গোলে সমতা ফেরায় সাউথ্যাম্পটন। ফলে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে স্বাগতিকদের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে দলকে এগিয়ে নেন মানে (২-১)। সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠা চেলসি উল্টা আরও একবার পিছিয়ে পড়ে ৭৩তম মিনিটে। প্রতি আক্রমণ থেকে স্বাগতিকদের জালে বল পাঠিয়ে তিন পয়েন্ট প্রায় নিশ্চিত করে ফেলেন ইতালিয়ান ফরোয়ার্ড পেল্লে (৩-১)।

উল্লেখ্য, এ হারের ফলে ৮ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে নেমে গেছে চেলসি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।