নেত্রকোনায় যাত্রীবাহী বাস পুকুরে, আহত ৩০


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০৪ অক্টোবর ২০১৫

নেত্রকোনা মদন সড়কের গজারীকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে ৩০ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মদন থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নেত্রকোনা সদরের লক্ষ্মীগঞ্জ এলাকার গজারীকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে। এ সময় পারলা গ্রামের মুন্নি আক্তার (১২), কলসুমা আক্তারসহ (২৭) ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলেক খান জাগো নিউজকে জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে আহতদের উদ্ধার করা হচ্ছে।

কামাল হোসাইন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।