ঈশ্বরদীতে ২৪ মাদক বিক্রেতার আত্মসমর্পণ


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৩ অক্টোবর ২০১৫

ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামে ২৪ জন ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। তারা আর কখনই মাদক ব্যবসা করবে না বলে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা দেন। শনিবার বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া মাদ্রাস মাঠে তাদের আত্মসমর্পণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় পাবনার পুলিশ সুপার আলমগীর কবির, সহকারি পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, সৈয়দ আবু জাহিদ, বুপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, ওসি বিমান কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আলমগীর কবির বলেন, আমি যতদিন আছি পাবনা জেলার কোথাও মাদক বিক্রি হতে দেব না। এখানে আজ যে ২৪ জন মাদক বিক্রেতা তাদের এই বেআইনি ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন তাদেরকে ধন্যবাদ। সমাজের মানুষের প্রতি অনুরোধ আপনারাও এদেরকে দেখে রাখবেন।  

আলাউদ্দিন আহমেদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।