হোসে কুনিও হত্যার বিচার চায় যুক্তরাষ্ট্র
জাপানের নাগরিক হোসে কুনিও হত্যার দ্রুত বিচারের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার হোসের মৃত্যুতে শোক জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট এ আহবান জানান।
বার্নিকাট বলেন, রংপুরে জাপানের নাগরিক কুনিও হোসির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তার পরিবার, বন্ধু ও জাপানের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি এ অপরাধের প্রতিটি বিষয় তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচারের কাঠগড়ায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।
উল্লেথ্য, শনিবার সকাল ১১টার দিকে রংপুর শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে মাহিগঞ্জের পাশের আলুটারি গ্রামে রিকশায় করে যাওয়ার সময় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ৬৬ বছর বয়সী হোসে কুনিও। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন আটক করে পুলিশ।
এএইচ/জেডএইচ/আরআইপি