‘হ্যাং দ্য রেপিস্ট’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২০

দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবি জানিয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল থেকে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ঢাবির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সহপাঠীর ধর্ষণের বিচার চাইছেন। এসময় তাদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ও হাতে ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

একই দাবিতে রাজু ভাস্কর্যের আশপাশে অনেক শিক্ষার্থী বিচ্ছিন্নভাবে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এসময় ঢাবিতে সীমিতভাবে যানবাহন চলতে দেখা যায়।

DU

‘ধর্ষকের বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘হ্যাং দ্য রেপিস্ট (ধর্ষককে ফাঁসি দাও)’, ‘এই ধর্ষণ উপত্যকা আমার দেশ নয়’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন তারা।

এদিকে ঢাবির বাংলা বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে গতকাল রাত থেকে অনশনে বসতে দেখা গেছে। রাজু ভাস্কর্যের সামনে বসে তারা এ অনশন করছেন। ধর্ষকের বিচার চেয়ে আন্দোলনকারী রাবেয়া সুলতানা সাংবাদিকদের বলেন, ‘আমাদের এই অবস্থান একজন নরপিশাচের বিরুদ্ধে। আমরা আশাবাদী পুলিশ ওর নরপিশাচকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে। আমরা চাই ওই ধর্ষকের ফাঁসি হোক।’

DU

ঢাবির বেগম রোকেয়া হলের সামনের সড়কে প্রতিবাদী আলপনা এঁকে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। হলের শিক্ষার্থীরা ‘বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তনের’ পক্ষে স্লোগান দিচ্ছেন।

রোববার (৫ জানুয়ারি) কুর্মিটোলা এলাকায় বিশ্ববিদ্যালয় বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন ঢাবির এক শিক্ষার্থী। তিনি বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের দোতলা বাসে (ঢাবি-টঙ্গী রুট) বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় কুর্মিটোলায় বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

DU

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় বাদী হয়ে মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জাগো নিউজকে বলেন, ‘মামলার এজাহারে মেয়েটিকে একজন ধরে নিয়ে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

এআর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।