গাজীপুরে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার
গাজীপুরে বিদেশি পিস্তল, গুলি ও দেশিয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব-১। গ্রেফতারকৃত মো. হানিফ মিয়া (১৮) মহানগরীর বারবৈকা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সিনিয়র এডি মো. জিয়াউর রহমানের নেতৃত্বে জয়দেবপুরের বারবৈকা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, ছয়টি ম্যাগজিন, দুইটি রামদা, একটি চাইনিজ কুড়ালসহ সন্ত্রাসী মো. হানিফ মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে হানিফ মিয়ার সহযোগীরা যায়।
জিজ্ঞাসাবাদে সন্ত্রাসী হানিফ জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের। তারা আশেপাশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে অস্ত্রবাজি করে এবং অস্ত্র ভাড়া দেয়াসহ নানাবিধ অপরাধের সঙ্গে জড়িত থাকেন। সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য দেলোয়ার ও সবুজ পলাতক রয়েছে।
এ ব্যাপারে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি