তথ্য কমিশনার নিয়োগে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ০৫ জানুয়ারি ২০২০

তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের সুপারিশ প্রদানের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সরকার। রোববার (৫ জানুয়ারি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘তথ্য অধিকার আইন-২০০৯’ এর ধারা ১৪(১) অনুযায়ী তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের সুপারিশ প্রদানের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করা হলো।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানকে এ কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যরা হচ্ছেন- মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম এবং দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, গঠিত বাছাই কমিটি ‘তথ্য অধিকার আইন-২০০৯’ এর ধারা ১২(১), ১৪(৪) ও ১৫(৫) অনুযায়ী তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের নিমিত্ত সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করবে।

এমইউএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।