বন্ধুদের অবস্থান জানাবে ফেসবুক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন তরুণ-তরুণীদের অবসর কাটানোর অন্যতম একটি মাধ্যম। অনেক সময় দেখা যায়, অনেকেই একা একা এ মাধ্যমটিতে বিচরণ করছেন, কিন্তু আড্ডা দেওয়ার মতো কাউকে পাচ্ছেন না।
এ ধরনের ব্যবহারকারীদের জন্য ফেসবুক `নেয়ার বাই ফ্রেন্ড নোটিফিকেশন` নামে একটি অপশন চালু করেছে। এটি চালু করলেই আশ-পাশে আপনার বন্ধু তালিকায় থাকা কেউ আছে কিনা তা জানা যাবে। ডাউন আন্ডার নামের এ ফিচারটি অনেক আগেই যুক্তরাষ্ট্রে চালু ছিল। এবার অস্ট্রেলিয়ায় এই সুবিধাটি চালু হলো। তবে অনেকেই এর জনপ্রিয়তা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করেছেন। তবে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ফিচারটি যেসব দেশে চালু করা হয়েছে সেখানে এটা জনপ্রিয়তা পেয়েছে।
নেয়ার বাই ফ্রেন্ড নোটিফিকেশন এর মাধ্যমে নিজেকে লুকিয়ে রাখারও ব্যবস্থা রেখেছে ফেসবুক। ব্যবহারকারী যদি তার অবস্থান জানাতে অপরাগতা প্রকাশ করেন তাহলে ফেসবুক কর্তৃপক্ষ তার অবস্থান অন্যান্য বন্ধুদের জানাবে না। ফিচারটির প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড্রিয়া ভ্যাকারি ম্যাশেবলকে জানান, ফেসবুকের বন্ধুরা কাছাকাছি অবস্থানে থাকলে তাদের খুঁজে বের করার জন্য এই ফিচারটি চালু করা হয়েছে।
তিনি বলেন, নেয়ার বাই ফ্রেন্ড নোটিফিকেশন বাটন অন করলেই এ সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে ফেসবুক। নতুবা তথ্য সংগ্রহ করবে না ফেসবুক।
এসআইএস/আরআইপি