বরিশাল মেডিকেল কলেজে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত: ১১:০৯ এএম, ০৩ অক্টোবর ২০১৫

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ অব্যাহত রেখেছে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীরা। শনিবার সকালে ১১তম দিনের মতো বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা বিরতিহীনভাবে শ্লোগান দেয়।

পরে ভর্তিচ্ছুক পরীক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসাপাতাল ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করে। অবস্থান এবং বিক্ষোভ মিছিল থেকে ১৮ সেপ্টেম্বরের ভর্তি পরীক্ষাকে প্রহসন উল্লেখ করে ওই পরীক্ষা বাতিলপূর্বক নতুন স্বচ্ছ ভর্তি পরীক্ষার দাবি জানায়।

আন্দোলনরত শিক্ষার্থী তানজিলা ও মারজুকা অভিযোগ করে বলেন, গত ১৮ সেপ্টেম্বরের ভর্তি পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রশ্নপত্র ছিল সবার হাতেহাতে। এমনকি ফটোকপির দোকানেও প্রশ্নপত্র বিক্রি হয়েছে বলে দাবি তাদের।

প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে সরকারের বিবৃতি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলেন, প্রশ্নপত্র ফাঁস না হলে সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী কেন সাতজনকে আটক করলো। তারা ওই পরীক্ষা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রশ্নবিদ্ধ ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর থেকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজে এমবিবিএস এবং বিডিএস ভর্তি কার্যক্রম শুরু হয়। আগামী ৮ অক্টোবর পর্যন্ত শেরে-ই বাংলা মেডিকেল কলেজে প্রতিদিন ২৫ জন এমবিবিএস এবং ডেন্টাল বিভাগে ১০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

শেরে-ই বাংলা মেডিকেল কলেজে এবার তিন হাজার ৫৪ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে এমবিবিএস এ ১৯৭ জন এবং ডেন্টাল বিভাগে উত্তীর্ণ হয়েছে ৫২ জন।

সাইফ আমীন/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।