খোলা স্থানে মলত্যাগের হার ১ শতাংশ
বর্তমানে দেশের মাত্র ১ শতাংশ মানুষ খোলা স্থানে মলত্যাগ করে । ১৯৯০ সালে এ হার ছিল ৩৪ শতাংশ। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘জার্নি টু জিরো’ শীর্ষক আন্তর্জাতিক স্যানিটেশন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক এ কথা বলেন।
বিষয়টিকে একটি যৌথ সাফল্য উল্লেখ করে বলেন তিনি বলেন, সুশীল সমাজ ও দেশের সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ফলে খোলা স্থানে মলত্যাগ প্রায় বন্ধ করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বক্তরা বলেন, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও খোলা স্থানে মলত্যাগ হ্রাসে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জন করেছে। তবে এ ক্ষেত্রে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সরকারের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গবেষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া গবেষক সুজান হানচেট ও শফিউল আজম আহমেদ বাংলাদেশে খোলা স্থানে মলত্যাগ দূরীকরণ বিষয়ক উপস্থাপনায় এ অর্জনের ক্ষেত্রে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ও কমিউনিটি লেড টোটাল স্যানিটেশন (সিএলটিএস) আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এডওয়ার্ড বেগবেডার, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন এবং জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রকৌশলী ও স্যানিটেশন সচিবালয়ের সদস্য সচিব প্রকৌশলী ওয়ালিউল্লাহ।
আরএম/জেডএইচ/আরআইপি