সংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১০:৩২ এএম, ০৩ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ঢাকায় পৌঁছে সর্বস্তরের জনতার গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাতে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু’পাশে নেতাকর্মীদের ঢল নামে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ ও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের ‘আইসিটি অ্যাওয়ার্ড’ পাওয়ায় এ গণসংবর্ধনার আয়োজন করে ১৪ দল। সংবর্ধনায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটায় মহাজোট।

জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে বেলা ১১টার দিকে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে যাত্রা বিরতি শেষে দুপুর ১টার দিকে হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে পৌঁছান তিনি।

এরপর ১টা ২০ মিনিটের দিকে গাড়িতে উঠে নেতাকর্মীদের সামনে আসেন শেখ হাসিনা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ধীর গতিতে চলা গাড়িতে করে তিনি সংবর্ধনা গ্রহণ করেন। এ সময় বিমানবন্দর থেকে খিলক্ষেত এলাকা পর্যন্ত নেতাকর্মীদের মাঝে নেতৃত্বে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।

খিলক্ষেত হতে কুড়িল ফ্লাইওভার এলাকার নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ও সাবের হোসেন চৌধুরী।   

কুড়িল ফ্লাইওভার থেকে হোটেল রেডিসন এলাকার নেতৃত্বে ছিলেন সানজিদা খানম ও হাবিবুর রহমান মোল্লা। হোটেল রেডিসন হতে কাকলী মোড় পর্যন্ত নেতৃত্ব দেন কামাল আহমেদ মজুমদার।

জাহাঙ্গীর গেট হতে র্যাঙ্কস ভবন এলাকায় নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আসলামুল হক। র্যাঙ্কস ভবন হতে জাতীয় সংসদ ভবন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম নেতৃতে থাকেন। সংসদ ভবন হতে গণভবন এলাকায় নেতৃত্ব দেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গণসংবর্ধনায় আওয়ামী লীগ ও মহাজোটভুক্ত দলগুলোর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।

এএসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।