মূকাভিনয়ে ডক্টরেট পেলেন কাজী মশহুরুল হুদা


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০৩ অক্টোবর ২০১৫

মূকাভিনয়ের ওপর গবেষণামূলক কাজের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের মাইম শিল্পী কাজী মশহুরুল হুদা। মাইমকে নিয়ে মানব কল্যাণে গবেষণামূলক কাজের জন্য তাকে এ ধরনের সম্মানসূচক ডক্টরেট প্রদান করা হয়।

হলিউডের বানসডল আট থিয়েটারে গত ২৯ ও ৩০ আগস্ট, ২০১৫ অনুষ্ঠিত ১৫তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনে মূকাভিনেতা মশহুরুল হুদাকে মাইমের উপর এই অনাররি ডক্টরেট ডিগ্রি প্রদান করে। মশহুরুল হুদা মাইমকে নিয়ে থেরাপি`র মাধ্যমে মানব কল্যাণে মানসিক ও দৈহিক উপকারিতার পদ্ধতি প্রণয়ন করেছেন এবং নজরুলের কবিতার পঙতি দিয়ে দেহের এল্যাইনমেন্ট প্রতিরক্ষার ফরমুলা নির্মাণ করেছেন।

আমেরিকা প্রবাসী এই শিল্পী বাংলাদেশে মাইমের উন্নয়ন ঘটাতে প্রতিবছর দেশে এসে নানা ধরনের কাজ করছেন। বাংলাদেশে ‘হুদা মাইম ক্লাব’ নামে তার একটি মাইমের সংগঠনও আছে।

এ প্রসঙ্গে মশহুরুল হুদা বলেন, ‘মূকাভিনয় এখন আর শুধুমাত্র বিনোদন অথবা পারফরমিং আর্টসের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইট ক্যান বি ইনভলব ইন দ্য হিউম্যান হেলথ কেয়ার সিস্টেম, ইভেন ফর মেন্টাল অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট।’

মূকাভিনেতা হুদা দীর্ঘ ৩৫ বছর ধরে মূকাভিনয়় চর্চা করছেন। তিনি নিজেস্ব স্টাইলে আধুনিক মাইম, দ্য আমেরিকান নিও মাইম নিমান এবং প্রদর্শন করে অভিনবত্বে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

বাংলাদেশ একাডেমি অব লস এঞ্জেলস কর্তৃক মাইমের ওপর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন ১৫তম উত্তর আমেরিকা নজরুল কনভেনশন কমিটির চেয়ারপাসন ডা. সিরাজুললা। ৩০ আগস্ট সমাপনী অনুষ্ঠানে ঘোষণা দেন, কনভেনর জাহিদ হোসেন এবং ডিগ্রি পাঠ করেন সম্মেলন কমিটির এডভাইজার মুকতাদির চৌধুরী তরুণ।

ডক্টর অব মাইম ডিগ্রি প্রাপ্ত কাজী মশহুরুল হুদা বাংলাদেশি আমেরিকান, একজন আন্তর্জাতিক মাইম আইকন, বিশ্বে ইন্টারন্যাশনাল মাইম এম্বাসেডর অব বাংলাদেশ হিসাবে সুপরিচিত, তিনি মাইম গবেষক হিসাবে মাইম থেরাপি ও বডি এলায়েন্মেন্ট ডেভেলপ করেছেন, ক্যালিফোনিয়া’য় হুদার ইন্টারন্যাশনাল মাইম একাডেমি রয়েছে।

সম্প্রতি বাংলাদেশের মূকাভিনয় শিল্পকে উন্নতির লক্ষ্যে মশহুরুল হুদা বাংলাদেশ মাইম ইনস্টিউট গঠন করেছেন এবং তার মাইম স্টুডেনট কর্তৃক হুদা মাইম ক্লাব পরিচালিত হচ্ছে।

তিনি যোগ ব্যায়ামের ওপরও নিজেস্ব টেকনিক ব্যবহারে হুদা ইয়োগা টেকনিক নির্মাণ করেছেন। লস এনঞ্জেলেসে তার একটি হুদা ইয়োগা স্টুডিও আছে। কাজী মশহুরুল হুদা একজন শৌখিন লেখক, কবি ও সাংবাদিক, অনলাইন পত্রিকা প্রবাস বাংলা ডট ইনফোর সম্পাদক। হুদার মাইমের ওপরও মাইমওয়ালড.কম নামের একটি অনলাইন পত্রিকা রয়েছে। তিনি একজন প্রফেশনাল হিপনোথেরাপিস্টও।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।