ঢাকার পথে প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৭:৪০ এএম, ০৩ অক্টোবর ২০১৫

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের পর যুক্তরাজ্য হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রা পথে সিলেটে এক ঘণ্টার যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করেছেন তিনি।

২৪ যাত্রা বিরতি শেষে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ০০২ নং ফ্লাইটটি শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখানে এক ঘণ্টা ৫ মিনিট অবস্থান করার পর সাড়ে ১২টায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়েন।

প্রধানমন্ত্রী সিলেট বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাক্তন গণপরিষদ সদস্য মো. লুৎফুর রহমান, জেলার সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও মহানগরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

বিমানটি ঘণ্টা খানেক ওসমানী বিমানবন্দরে অবস্থান করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের এভিয়েশন ম্যানেজার হাফিজ আহমদ।

ছামির মাহমুদ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।