সিলেটে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০২ অক্টোবর ২০১৫

জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে লন্ডন হয়ে দেশে ফেরার পথে সিলেটে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ০০২) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

শনিবার সকালে ১১টা ৪০মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ওসমানী বিমাবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী সফরসঙ্গী হিসেবে রয়েছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এছাড়াও কুলাউড়ার স্কুল ছাত্রী মনি বেগম ও কয়েকজন রাজনৈতিক নেতা। এই ভিআইপিরাও প্রধানমন্ত্রীর সাথে যাত্রাবিরতি করবেন।

এদিকে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। শুক্রবার প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ স্থানীয় আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে।

এর আগে নিউইয়র্ক থেকে বৃহস্পতিবার লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। লন্ডনে ২৪ ঘণ্টার যাত্রাবিরতি শেষে শুক্রবার লন্ডন সময় রাত সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। সরাসরি ফ্লাইটে সিলেট পৌঁছে ঘণ্টাখানেক যাত্রাবিরতি করবেন তিনি।

ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ জানান, আজ (শনিবার) বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটে (বিজি ০০২) সিলেটে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানটি এক ঘণ্টার বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি উপলক্ষে বৃহস্পতিবার থেকে বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি এসএসএফ পর্যবেক্ষণ করছে।

এ নিয়ে সাড়ে ৩ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সিলেটে যাত্রাবিরতি করছেন প্রধানমন্ত্রী। তার এই সফরকে ঘিরে সিলেট আওয়ামী লীগে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

গত ১৮ জুন যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন এবং দলকে সংগঠিত করে সরকারের সাফল্য মানুষের দোড়গোড়ায় পৌঁছানোর নির্দেশ দিয়েছিলেন।

এবারও সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। তবে গতবার বেশ কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেও এবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ দেখা করতে পারবেন।

স্থানীয় সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন বলে একটি সূত্র জানিয়েছে।

পরিবেশ রক্ষায় জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন তারা। তবে সময় স্বল্পতা এবং ঢাকায় প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেয়ার কারণে সিলেটে তাকে আলাদাভাবে কোনো সংবর্ধনা দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান জাগো নিউজকে বলেন, ‘সময় স্বল্পতার কারণে সিলেটে প্রধানমন্ত্রীকে আলাদাভাবে সংবর্ধনা দেয়া সম্ভব হচ্ছে না। তবে জেলা ও মহানগর আওয়ামী লীগের ৮ থেকে ১০ জন শীর্ষ নেতা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবেন এবং সৌজন্য সাক্ষাত করবেন। ওই সময় প্রধানমন্ত্রী সিলেট আওয়ামী লীগকে কীভাবে আরো গতিশীল করা যায়, সে ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারেন।’

ছামির মাহমুদ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।