ইলিশ শিকারে বাধা দেয়ায় পুলিশের ওপর হামলা
বরিশালের হিজলা উপজেলার চর আবুপুর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ শিকারে বাধা দেয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে জেলেরা। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ৪ টি মাছ ধারার ট্রলার এবং ৫০ হাজার মিটার জাল উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চর আবুপুর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় নদীতে কয়েকটি ট্রলারযোগে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরছিলো। তাদের আটক করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়। জেলেদের ডাক চিৎকারে চর থেকে কয়েকশ’ লোক লাঠি সোটা নিয়ে পুলিশ সদস্যদের ধাওয়া করে। এ সময় আত্মরক্ষার্থে ২০ রাউন্ড শট গানের ফাঁকা গুলি ছুড়লে তারা ৪ টি মাছ ধারার ট্রলার এবং ৫০ হাজার মিটার জাল ফেলে পালিয়ে যায়।
ওসি গোলাম সরোয়ার আরো জানান, আটক এড়াতে জেলেরা এই হামলা চালায়। আর হতাহতের ঘটনা এড়াতে পুলিশ জেলেদের আটক করা থেকে বিরত থাকে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।
সাইফ আমীন/এসএইচএস