গাঁজা সেবনে বাধা দেয়ায় যুবককে হত্যা
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের মোর্শেদুল আলম টিটুকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাঁজা সেবনে বাধা দেয়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে হত্যা করা হয় বলে দাবি করেছে নিহতের পরিবার। টইটং বাঁশখালী সীমান্তের পুইচড়ি এলাকার গিয়াস উদ্দিনের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত মোর্শেদুল আলম টিটু টইটং ইউনিয়নের নিত্যান্দঘোনার হাজি জাফর আলমের ছেলে। চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খুনিদের দ্রুত গ্রেফতারে আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন নিহত টিটু গিয়াস উদ্দিনের দোকানে চা পান করতে যান। ওই সময় দোকানে বসে মদ ও গাঁজা সেবন করছিলেন বাঁশখালীর কেফায়ত উলাহ, জাকের, আরিফ, আক্কাসসহ ১০ থেকে ১২ জনের একটি দল। ওই সময় টিটো প্রকাশ্যে দোকানে মদ-গাঁজা সেবনের প্রতিবাদ করেন।
এক সময় ওই দুর্বৃত্তরা তাকে দোকানের দরজা বন্ধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার পুরো শরীরে ২২টি কিরিচের কোপ দেয় দুর্বৃত্তরা। পরে তাকে দোকানের পাশে একটি নালার ভেতর ডুবিয়ে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নেয়ার পথে টিটো মারা যায়।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ইমরান ভুইয়া জানান, খুনিদের আটক করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। পুলিশ দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি।
সায়ীদ আলমগীর/এসএইচএস