দুই নেত্রীর সংলাপের আপাতত কোনো সম্ভাবনা নেই


প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০২ অক্টোবর ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে আলোচনার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণ ঘটার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়ে দুই নেত্রীর মধ্যে আপাতত সংলাপের কোনো সম্ভাবনা নেই।

শুক্রবার বিকালে রঙ্গামাটির চন্দ্রঘোনা ঘাট পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, যেই মেরুকরণ দেশে নিজের ঘরে হয় না সেখানে তা নিয়ে বিদেশে সংলাপের কোনো সুযোগ নেই। যেখানে যারা নিজের ঘরে সাক্ষাতের দরজা বন্ধ করে ফেলে সেখানে তাদের সঙ্গে কোনো রকম সংলাপ হতে পারে না।

এ সময় মন্ত্রী বলেন, শোকাতুর মায়ের পাশে প্রধানমন্ত্রী গিয়েছেন সমবেদনা জানাতে- কিন্তু তখন তারা আপন ঘরের দরজা বন্ধ করে। তখনই তারা নিজেরাই সংলাপের সব দরজা বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার আশঙ্কা প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, অস্ট্রেলিয়ার এ ধরনের আশঙ্কা সম্পূর্ণ অমূলক। এটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্রেফ অপপ্রচার। ব্রিটিশ পার্লামেন্টের দুই এমপি বাংলাদেশ সফর করে তাদের প্রতিবেদনে স্বীকার করে বলেছেন যে, বাংলাদেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো এবং সম্পূর্ণ স্বাভাবিক।

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন প্রশ্নে মন্ত্রী বলেন, শান্তিচুক্তি বাস্তবায়ন নিয়ে সন্তু লারমারা এখন আন্দোলন করছেন বটে কিন্তু সরকার এ পর্যন্ত শান্তিচুক্তির অধিকাংশ শর্ত বাস্তবায়ন করেছে। যে কারণে এক সময়ে পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নতি হচ্ছে। গত সাড়ে তিন বছরে রাঙ্গামাটি থেকে সাজেক, বন্দরবান থেকে নীলগিরি-কক্সবাজার পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানুষ যে কোনো উন্নয়নের সমান সুবিধা ভোগ করছেন।

রাঙ্গামাটি-লংগদু সরকের নানিয়ারচর সেতু এবং ঠেগামুখ স্থলবন্দর চালুর জন্য রাঙ্গামাটি-মিজোরাম রাস্তা নির্মাণ কাজ এখন প্রক্রিয়াধীন আছে। এগুলো বাস্তবায়নে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। সেনাবাহিনী ইতিমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান মন্ত্রী।

সুশীল প্রসাদ চাকমা/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।