ফার্গুসন-বেকহ্যামের বিপক্ষে জিদান


প্রকাশিত: ০১:১৬ পিএম, ০২ অক্টোবর ২০১৫

ইউনিসেফের ফান্ড বাড়ানোর লক্ষ্যে আয়োজিত চ্যারিটি ম্যাচে পুনর্মিলন ঘটতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের দুই কিংবদন্তী অ্যালেক্স ফার্গুসন ও ডেভিড বেকহ্যামের। এই ম্যাচে ফার্গুসনের অধীনে গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড দলের নেতৃত্ব দিবেন বেকহ্যাম। আর তাদের প্রতিপক্ষ কার্লো আনচেলত্তির অধীন অবশিষ্ট বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন জিনেদিন জিদান।

আগামী ১৪ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এই চ্যারিটি ম্যাচে যোগ দিতে সম্মত হওয়ায় ইউনাইটেডের দুই কিংবদন্তী গুরু-শিষ্যকে আবার দেখতে পাচ্ছে ফুটবলভক্তরা। আর বেকহ্যামও পাচ্ছেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ জিনাদিন জিদানের দেখা। তবে এবার আর একই দলে নয়, প্রতিপক্ষ হিসাবে মাঠে নামছেন তারা।

এই ম্যাচের টিকিট এবং ডোনেশন থেকে প্রাপ্ত অর্থ বিশ্বের সবচেয়ে বিপথগামী শিশুদের সহায়তার জন্য ইউনিসেফের ফান্ডে দেয়া হবে। এই মাচ নিয়ে বেকহ্যাম বলেন, আমি এমন একটি বিশ্ব চাই, যেখানে শিশুরা কোন রকম সংহিষতার মধ্যে না থেকে নিরাপদে বেড়ে ওঠবে। তারা থাকবে দারিদ্র্যতা এবং প্রতিরোধযোগ্য রোগ থেকে মুক্ত। অপর দলের নেতৃত্ব দিতে আমার বন্ধু জিজু (জিদান) যোগ দিচ্ছে জেনেও আমি আনন্দিত। বিশ্বের সেরা একটি স্টেডিয়ামে এদিন আমরা সব বন্ধু এবং সতীর্থরা একত্রিত হতে পারব।’

আরটি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।