মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০২ অক্টোবর ২০১৫

রাজশাহীতে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে রাজশাহী কলেজ প্রাঙ্গন সংলগ্ন শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মেধাবী শিক্ষার্থীরা যাতে মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য এই পরীক্ষার ফলাফল বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেয়া হোক। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

মানববন্ধনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় শতাধিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।  

এর আগে সকালের দিকে শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।