কিছু মানুষ পরচর্চায় ব্যস্ত : তাহসান


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ০২ অক্টোবর ২০১৫

মাকে নিয়ে হজ পালন করে গত ২৯ তারিখ রাতেই দেশে ফিরেছেন জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। এমন খবর কমবেশি সকলের জানা আছে।

নতুন খবর হচ্ছে, হজে গিয়ে দাঁড়ি রেখেছিলেন তাহসান। কাঁচাপাকা দাঁড়ি মুখে, টুপি মাথায় তাহসানের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে এখন রীতিমত ভাইরাল! কিছু মন্তব্য আপত্তিকর হওয়ায় নিজের ভেরিফাইড ফেসবুকে ফ্যানপেজে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে একটি স্ট্যাটাস দেন তাহসান।

tasan

তাহসানের দেওয়া স্ট্যাটাসটি জাগো নিউজ পাঠকের জন্য হুবুহু তুলে ধরা হলো...

কিছু মানুষের জন্যে ফেসবুক "সামাজিক যোগাযোগ মাধ্যম" নয়, "পরচর্চার মাধ্যম"। হজ থেকে ফেরার পর এয়ারপোর্টের এক কাস্টমস্ অফিসার তার সাথে আমার একটা ছবি তোলে। সেই ছবি ক্রপ করে গতকাল ফেসবুকে বিভিন্ন পেজে শেয়ার হবার পর কিছু মানুষের নির্বোধ কমেন্ট দেখে একটুও অবাক হইনি।

"পরচর্চার মাধ্যম" বলে কথা আর টুপি-দাঁড়িতে গায়ক, পরচর্চা তো হবেই। কিন্তু একটা কথা না বলে পারছিনা... জীবনটা একটা অলৌকিক উপহার। কিছু মানুষ যখন পরচর্চায় ব্যস্ত, তখন অন্য কিছু মানুষ এই উপহার উপভোগে আর বিলিয়ে দিতে ব্যস্ত। দোয়া করি যেন আমরা পরচর্চায় সময় কম দিয়ে সবকিছুতে ভালোটা খুজে বের করতে পারি।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।