আর্থিক সংকট মোকাবিলায় আঞ্চলিক সভা মঙ্গলবার


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৭ অক্টোবর ২০১৪

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলোর আর্থিক সংকট মোকাবিলায় কৌশল নির্ধারণে আগামিকাল মঙ্গলবার আঞ্চলিক সভা বসছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে তিনদিন ব্যাপী এ সভা শেষ হবে আগামী বৃহস্পতিবার।
     
সোমবার পরিকল্পনা কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। বাংলাদেশ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ঠ একটি প্রতিনিধিদল অংশ নেবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সরকার, ইউএসইএসসিএপি এবং ইউএনডিইএসএ যৌথভাবে এ আঞ্চলিক সভার আয়োজন করেছে। আঞ্চলিক সুনির্দিষ্ট ইস্যুর ভিত্তিতে মোট সাতটি কার্যসভায় ভাগ করা হয়েছে। সভাগুলোর মূল উদ্দেশ্য হলো- ইউএনডিইএসএ’র কমিটি ফর ডেভলপমেন্ট পলিসি (সিডিপি) কর্তৃক উত্তরণ সূচক নির্ধারণ সম্পর্কে আলোচনা ও মূল্যায়ন, ১২টি স্বল্পোন্নত দেশসমূহের উন্নতির জন্য আর্থিক চাদিা নির্ধারণ করা, আন্তর্জাতিক সহায়তা ও অভ্যন্তরীণ সম্পদ আহরণের ক্ষেত্রসমূহ চিহ্নিত করা, অর্জিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করা এবং সম্পদ আহরণের ক্ষেত্রে বিভিন্ন উপায় নির্ধারণ করা।

সচিব জানান, সভায় ১২টি দেশের মোট ৫৫ জন প্রতিনিধি সভায় অংশ নিবেন। অংশগ্রহণকারী দেশগুলো হলো- আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, কিরিবাতি, লাওপিডিআর, মায়ানমার, নেপাল, সোলমান দ্বীপপুঞ্জ, তিমুর-লেসেতে, টুভালু এবং ভানুয়াতু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সুপারিশের আলোকে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রার বিষয়ে আলোচনার জন্য একটি বিশেষ অধিবেশন থাকবে। এশিয়া প্রশান্ত মহাসগরীয় আঞ্চলের স্বল্পেন্নত দেশসমূতের নীতি নির্ধারক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা স্বল্পোন্নত দেশগুলোর উত্তরণের জন্য সম্পদের চাহিদার বিষয়ে তাদের মতামত দিতে পারবেন।
এক প্রশ্নের জবাবে মেসবাহ উদ্দিন বলেন, আমরা মধ্যম আয়ের দেশে যেতে চাই। কতদিন এভাবে থাকব। আর এ সক্ষমতা অর্জন করার কৌশল নির্ধারণে আমাদের এ আঞ্চলিক সভা। তবে এখান থেকে বের হয়ে গেলেই যে রাতারাতি বৈদেশিক বাণিজ্য সহায়তা কমে যাবে তেমনটা ভাবার কোন কারণ নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।