বিজয়ের মাসে সুনাগরিক হওয়ার শপথ নিন : মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯

বিজয়ের এই মাসে থেকে সবাইকে সুনাগরিক হওয়ার শপথ নেয়ার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আসুন বিজয়ের মাসে শপথ করি, আমরা যেন সুনাগরিক হতে পারি।

সোমবার মহাখালীর ওয়ারলেস রোডে বিটিসিএল টিএন্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বিডি ক্লিন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে প্লাস্টিক বর্জ্য বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিজয়ের মাসে সারা দেশ থেকে কুড়িয়ে আনা ৩০ লাখ পরিত্যক্ত বোতল নিয়ে ভিন্নধর্মী প্রদর্শণীর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আতিকুল ইসলাম বলেন, বিদেশে গেলে আমরা ময়লা নির্দিষ্ট স্থানে ফেলি কিন্তু দেশে আমরা যত্রতত্র ময়লা ফেলে দেশকে অপরিচ্ছন্ন করি।যে দেশে ৩০ লাখ শহীদের রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে, যে মাটিতে মুক্তিযুদ্ধের শহীদেরা ঘুমিয়ে আছেন, যে মাটিতে জাতির পিতা এবং তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে আছেন, সেই মাটিতে ময়লা ফেলা কীভাবে সম্ভব। আমরা যারা দামি দামি গাড়িতে চড়ি তারাই আবার গাড়ির গ্লাস খুলে রাস্তায় বোতল, টিস্যু, প্যাকেট, পলিথিন ফেলি। শহরকে ডাস্টবিন মনে করি, আর এর মাশুল দিতে হয় গোটা নগরবাসীকে। আমরা সবাই তাদের ধিক্কার জানাই।

প্লাস্টিক বর্জ্যের ভয়াবহতা তুলে ধরে মেয়র বলেন, একটি প্লাস্টিক বোতল ডিকম্পজ হতে প্রায় ৪৫০ বছর লাগে। এখন সমগ্র পৃথিবীতে প্রায় ৯ দশমিক ৬ বিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য আছে, যার মাত্র ১০ শতাংশ পুণ:ব্যবহারযোগ্য। তাহলে বাকি প্লাস্টিকের কী হবে? গবেষকেরা বলছেন যে, ‘২০৩০ সাল নাগাদ সাগরে মাছের থেকে প্লাস্টিক বর্জ্য বেশি হবে’। ঢাকা শহরে প্রতিদিন সাড়ে তিন হাজার টন বর্জ্য উৎপন্ন হয়, যা ২০২১ সালে পাঁচ হাজার টন উন্নিত হবে। এখনই সময় আসুন আমরা সচেতন হই, সবাই মিলে সবার ঢাকা গড়ে তুলি। নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একজন সুনাগরিকের গুলাবলি আমাদের জানতে হবে।

বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, ডিএনসিসির কাউন্সিলর নাছির উদ্দিন, দেওয়ান মান্নান প্রমুখ।

এএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।