নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন শেষে লন্ডনের উদ্দেশে নিউ ইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে দেশের উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সোয়া আটটায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
এসময় বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ছোট বোন শেখ রেহানা, যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার এবং দলের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
এর আগে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সফরসঙ্গীদের নিয়ে গত ২৩ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী।
এসকেডি/পিআর