চলে যাচ্ছে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান কনোকো ফিলিপস
গভীর সমুদ্রের দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার সঙ্গে আপস আলোচনার ছয় বছর পর অবশেষে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান কনোকো ফিলিপস এই প্রকল্পে আর বিনিয়োগ করতে চায় না বলে সরকারকে জানিয়ে দিয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধিতে সরকার রাজি না হওয়াতেই প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে।
রোববার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলাকে এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় কনোকো ফিলিপস। কারণ হিসেবে প্রতিষ্ঠানটি এই অনুসন্ধান প্রক্রিয়ায় তাদের লাভের সম্ভাবনা কম উল্লেখ করে বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ হিসেবে অাখ্যায়িত করে।
দুই-তিন দিনের মধ্যেই কনোকো ফিলিপস এ ব্যাপারে বিস্তারিত পেট্রোবাংলাকে লিখিতভাবে জানাবে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। মার্কিন প্রতিষ্ঠানটির সঙ্গে বিদ্যমান চুক্তি অনুযায়ী, ২০১৪ সালের জুন মাসের মধ্যে তাদের পরিকল্পনা সরকারকে অবহিত করার কথা ছিল। কিন্তু পরে প্রতিষ্ঠানটির অাবেদনের ভিত্তিতে সরকার এই সময় অারও ৬ মাস বৃদ্ধি করে।
গভীর সাগরে ১০ এবং ১১ নম্বর ব্লকে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোর পর মার্কিন কোম্পানিটি বলেছিল, সেখানে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ রয়েছে দুই ট্রিলিয়ন ঘন ফুট।