লিবিয়ায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৩০


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৭ অক্টোবর ২০১৪

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি দখলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে ইসলামি জঙ্গিদের মধ্যে তুমুল সংর্ঘষ অব্যাহত অাছে। রোববারও বেনগাজিতে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। গত ১০ দিনে সেখানে কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছে।

তেল উত্তোলনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ লিবিয়ায় সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতন ও তিনি নিহত হওয়ার পর তিন বছর পার হলেও দেশটির অস্থিতিশীলতা কাটেনি এই দেশটিতে ব্যাপক বিশৃঙ্খলা বিরাজ করছে।

চলতি মাসের প্রথম দিকে এক সাবেক জেনারেল ও সশস্ত্র তরুণদের সমর্থন নিয়ে নাসেন্ট আর্মি বেনগাজির ইসলামপন্থিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এক পর্যায়ে তারা বিমানবন্দর এলাকা থেকে ইসলামপন্থিদের হটিয়ে দেয়।কিন্তু বেনগাজির বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আল শরিয়ার নতুন সংঘর্ষ শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের একটি প্রধান ভবন আগুনে পুড়ে যায়। সূত্র: রয়টার্স

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।