মির্জাপুরে ইয়াবা সম্রাট আরিফের ৬ মাসের জেল


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০১ অক্টোবর ২০১৫

মির্জাপুরে ইয়াবা সম্রাট মো. হাফিজুর রহমান খান আরিফকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত আরিফ মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফজলুর রহমান খানের ছেলে।

পুলিশ জানায়, আরিফ দীর্ঘ দিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি ও সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সকালে ইয়াবাসহ সদরের শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করে পুলিশ। আরিফ বাংলাদেশ বিমানের জুনিয়র কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ড পদে চাকরি করতেন। মাদকের সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনি চাকরিচ্যুত হন বলে পুলিশ জানান।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, আরিফ দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধ করে আসছিল।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।