নাটোরে বাস খাদে পড়ে আহত ৬৫
নাটোরে পৃথক দুইটি স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু ও নারীসহ অন্তত ৬৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাজার সংলগ্ন লালঘর ও নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা গোরস্থান নামক স্থানে এ ঘটনা ঘটে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু সামা ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে আগমনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে নাটোরের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। এ সময় চৌগ্রাম বাজার সংলগ্ন লালঘর নামক স্থানে অপর একটি নাটোরগামী গাড়িকে অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হন।
পরে স্থানীয় জনতা ও নাটোর দমকল কর্মীদের সহযোগিতায় আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুরাদ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণের জন্য সহযোগিতা করে।
অপরদিকে, দুপুর আড়াইটার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের নাটোর সদর উপজেলার ডাকমারা গোরস্থান এলাকায় রাজশাহী থেকে বগুড়াগামী শ্যামা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে আহত হয় অন্তত ৩০ যাত্রী।
খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
এআরএ/পিআর