‘মানুষকে দরিদ্রতা থেকে বের করে আনা ছিল তার আমৃত্যু সাধনা’

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ এএম, ২২ ডিসেম্বর ২০১৯

মানুষকে দরিদ্রতা থেকে বের করে আনা স্যার ফজলে হাসান আবেদের আমৃত্যু সাধনা ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের প্রয়াণের পর এক টুইট বার্তায় একথা জানান তিনি। পাশাপাশি নিজের কীর্তিতে মহীয়ান এই বাংলাদেশির মৃত্যুতে শোকাহত পরিবার এবং তার বৃহত্তর পরিবার ব্র্যাক ওয়ার্ল্ডের প্রতি শোক ও সমবেদনা জানান সেপ্পো।

তিনি লিখেছেন, ‘সাফল্যমণ্ডিত জীবন এবং তার রেখে যাওয়া দর্শনে ফজলে হাসান আবেদ এমন এক ব্যক্তিত্ব ছিলেন, যিনি বিশ্বে পরিবর্তন আনতে চেয়েছিলেন। মানুষকে দরিদ্রতা থেকে বের করে আনা ছিল তার আমৃত্যু সাধনা। তার এই প্রচেষ্টার কথা কখনই ভুলে যাওয়া সম্ভব নয়।’

উল্লেখ্য, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান।

তার প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক মাত্র এক লাখ কর্মী নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর ১১টি দেশের ১২০ মিলিয়ন মানুষকে বিভিন্ন সেবা দিয়ে চলেছে।

জেপি/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।